ফুল স্টাক ওয়েব ডেভেলপার হতে গড়ে কত সময় লাগবে?

1 Answers   14.1 K

Answered 2 years ago

আপনি জিজ্ঞেস করেছেন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে হড়ে কত সময় লাগবে। তারমানে আমি ধরে নিতে পারি আপনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলাপার হবার রোডম্যাপ সম্পর্কে অবগত। অর্থাৎ কোন ভাষার পরে কোনটা, কোন ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে হবে তা আপনি জানেন। যদি তাই হয় তাহলে আপনার নিজেরই বোঝার কথা ঠিক কতসময় আপনার লাগবে।

হ্যাঁ, "আপনার" শব্দটি ব্যবহার করলাম কারণ আমি জানি না আপনি ঠিক দিনের কতটা সময় ভেভেলাপিং এ দিতে পারবেন। একজন সাধারণ ডেভেলাপার দিনের অন্ততপক্ষে ৫ ঘন্টা এই কাজে ব্যয় করে। আপনার ক্ষেত্রে সেটা বেশীও হতে পারে আবার কমও হতে পারে।

আমি একটা প্রাথমিক হিসাব করে বলতে পারি একটা সময়। কিন্তু তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। দৈনিক ৫ ঘন্টা হিসেবে ধরে চলুন আমরা একটা গড় সময় বের করিঃ

ফ্রন্ট এন্ডঃ

১। এইচটিএমএল এবং সিএসএস - ১ মাস (বুটস্ট্র্যাপ সহ)

২। ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট - ১ মাস

৩। এঙ্গুলার, রিয়েক্ট, জেকোয়েরী, ভ্যু (যেকোন একটা বা দু'টি) - ১ মাস

ব্যাক-এন্ডঃ

১। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ একটা। (পিএইচপি, পাইথন, রুবি, সি শার্প) - ২ মাস

২। ফ্রেমওয়ার্ক। (লারেভেল, জ্যাঙ্গো/ফ্লাস্ক) - ১ মাস

৩। ফ্রন্ট-এন্ট আর ব্যাক-এন্ড কম্বিনেশন। - ১ মাস

ডাটাবেজঃ

১। SQL - ১ মাস।

এছাড়াও আরো আনুসাঙ্গিক অনেক জিনিসই আছে। ডিবাগ, টেস্টিং, ইমপ্লেন্ট। এছাড়া আমাদের লাইফে ডিস্ট্রাকশন আছেই। তাই আরো ১ মাস ধরে নিচ্ছি। টোটাল হচ্ছে ৯ মাস। এই ৯ মাস আপনি রুটিন অনুযায়ী চললে নিজেকে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলাপার হিসেবে আপনি পরিচয় দিতে পারবেন। আশা করি আপনার উত্তর দিতে পারেছি।


Ashik Afsar
ashikafser
391 Points

Popular Questions