ফুলশয্যার রাতে বউকে কী গিফট দেয়া যায়?

1 Answers   12.5 K

Answered 2 years ago

ফুলশয্যা মানে তো বিবাহিত জীবনের প্রথম রাত। তাই, এ রাতে আপনি আপনার স্ত্রীর জন্য কিছু গিফট অবশ্যই রাখবেন। যেমন: নানা ধরনের (বড় সাইজের) দামি চকলেট, (সামার্থ্য অনুযায়ী) একটা চেইন বা আংটি, কয়েক ধরনের সুন্দর সুন্দর বুরুজ, চুলের জন্য দামি কাটা বা কাঁকড়া, সুন্দর ডিজাইনের হাতের ব্যাসলেট বা ঘড়ি, সুন্দর একটা ডায়রি, মনোমুগ্ধকর একটা চাদর বা শাল, রোদ বৃষ্টির সাথী হিসাবে অসাধারণ একটা ছাতি, অর্থসহ কুরআন শরীফ, একটা গরজিয়াস জায়নামাজ, Wrapping Paper এ মুড়িয়ে ইসলামিক বই উইথ গোলাপ ফুল.....এ রাতে আপনি তাকে যাই দিন না কেন সেটা তার কাছে অনেক স্বরণীয় হয়ে থাকবে সারাজীবন। তাই একদম খালি হাতে বাসর ঘরে ঢুকবেন না। আপনার বিবাহিত জীবন সুন্দর হোক। ♥♥♥Happy Married Life♥♥♥
Rasel Rana
rasel.rana12
189 Points

Popular Questions