ফুলকে রূপান্তরিত বিটপ বলে কেন?

1 Answers   4.5 K

Answered 2 years ago

মাটির উপরে অবস্থিত উদ্ভিদের প্রত্যেকটি কার্যকর অংশ কে বিটপ বলে যেমন - কাণ্ড,শাখা,প্রশাখা,পাতা। ফুল ফোটার সময় ফ্লোরিজেন হরমোনের প্রভাবে পাতার গোড়া থেকে অথবা পর্বমধ্য থেকে নতুন পাতা বা শাখার পরিবর্তে ফুল ফোটে।একারণে ফুল কে রূপান্তরিত বিটপ বলে।


Rasel Ahmed
raselahmed
480 Points

Popular Questions