Answered 2 years ago
আমি প্রায় ৬ মাস ফুডপান্ডা তে রাইডার হিসেবে কাজ করেছি। ঢাকা শহরের লালবাগ জোনে। যেকোনো জোনেই রাইডারের পেমেন্টটা হয় অর্ডারের ডেলিভারির উপরে।
প্রতি ডেলিভারি শেষ করার পর আপনার ওয়ালেটে জমা হবে ২৫-৬০ টাকা(দূরত্ব ও রাইডার র্যাংক ভেদে)। এটা অর্ডার এক্সসেপ্ট করার আগেই আপনাকে দেখাবে, যে এই ডেলিভারি পৌছানোর পর কত টাকা ওয়ালেটে এড হবে।
এখন আসি শিফট সিস্টেমের ব্যাপারে। এক শিফট ন্যুনতম ৪ ঘন্টা, চাইলে আপনি এক্সটেন্ড করে শিফটের টাইম বাড়াতে পারবেন। এখন ধরেন আপনি একটা ডেলিভারি ৩০ মিনিটে দিতে পারলেন। তার মানে আপনি ৪ ঘন্টার এক শিফটে ৮ টা ডেলিভারি দিলেন। আর প্রত্যেক ডেলিভারির জন্য যদি আপনি ৩৫ টাকা করে পান তাহলে এক শিফটে আপনার আয় হলো ৩৫×৮=২৮০ টাকা।
আপনি যদি প্রতিদিন এক শিফট করে রাইড দিয়ে ৮ টা ডেলিভারি দিতে পারেন তাহলে মাস শেষে আপনার কাছে থাকবে ২৮০×৩০=৮৪০০ টাকা, আর যদি প্রতিদিন ২ শিফট করে ১৬ টা ডেলিভারি দেন তাহলে ১৬৮০০ টাকা। আর সাথে টিপ্সের টাকা তো থাকছেই।
আমি একটা রাফ হিসাব দেখালাম, আরও বেশি বা কম আয়ও আপনার হতে পারে। পুরোটা আপনার পারফর্ম্যান্স এবং ওয়ার্কিং জোনের উপর নির্ভর করে। ধন্যবাদ।
khanrabby publisher