Answered 2 years ago
তারা তো রেস্টুরেন্ট কর্তৃপক্ষের থেকের টাকা নেয়। এটাই তাদের লাভের মূল উৎস। ধরুন আপনার রেস্টুরেন্ট থেকে আমি ৫০০ টাকার খাবার ফুডপান্ডার মাধ্যমে অর্ডার করলাম। এখন ফুডপান্ডার ডেলিভারি ম্যান এসে খাবারটা আপনার রেস্টুরেন্ট থেকে নিয়ে গেল।
তো আপনার রেস্টুরেন্ট থেকে যে ৫০০ টাকার খাবার বিক্রয় হলো ফুডপান্ডার মাধ্যমে, তাই ফুডপান্ডা আপনার থেকে ২০-৩০% টাকা কেটে নিয়ে যাবে৷ অতএব ৫০০ টাকার মধ্যে তারা আপনার থেকে ১০০+ টাকা নিয়ে যাবে। আবার সেই টাকাটা আপনি সাথে সাথেও পাবেন না।
সাধারণত প্রতিটা রেস্টুরেন্টের ৭০/৮০ হাজার টাকা জমা থাকে। এটা থেকেও হয়তো তাদের কোনো বেনিফিট আসে।
babynaznin publisher