ফুডপান্ডা অ্যাপ কোন ভাষা ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এইরকম অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ বানাতে কত টাকা খরচ হতে পারে?

1 Answers   8.6 K

Answered 2 years ago

ফুডপান্ডা অ্যান্ড্রয়েড অ্যাপ কটলিন (জাভা ভিত্তিক ল্যাঙ্গুয়েজ) এবং আইওএস অ্যাপ সুইফট্ ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করে তৈরি। এখানে ল্যাঙ্গুয়েজ কোম্পানি প্রেফারেন্স মাত্র, অন্য আরও ল্যাঙ্গুয়েজ যেমনঃ জাভাস্ক্রিপ্ট বা ডার্ট ব্যবহার করেও এরকম অ্যাপ তৈরি করা যাবে।

অ্যাপ তৈরি করার খরচ হিসাব করতে গেলে অনেককিছু মাথায় নিতে হয়, আপনি কোন অঞ্চলে সার্ভিস দিবেন, মোটামুটি কতজনকে সার্ভিস দিবেন, এক্সট্রা কি কি ফিচার রাখবেন ইত্যাদি। শুধু অ্যাপ-স্কেলিটন তৈরিতে মোটামুটি ৩ লাখ টাকা ধরতে পারেন, আর কোন আনকোরা পাবলিক দিয়ে করালে হাজার পঞ্চাশ দিয়েও করে দিবে

অ্যাপ তৈরি করেই কিন্তু কাজ শেষ হয়ে যায়না—

অ্যাপ তৈরি হওয়ার পর আপনি যদি বড় কোম্পানি হন তাহলে প্রথমত আপনি একজন অভিজ্ঞ ইউআই ডিজাইনার দিয়ে অ্যাপ লে-আউট ইউজার ফ্রেন্ডলি করে নিবেন, এখানে আরও লাখ-খানিক বা তারও বেশি খরচ ধরে নিতে পারেন।

কোন জিনিস কোন অঞ্চলে কেমন জনপ্রিয়তা পাচ্ছে এসব ট্র্যাক করার জন্য ব্যাক-এন্ডে ডাটা অ্যানালাইসিস/মেশিন লার্নিং অ্যালগরিদম রান করার প্রয়োজন পড়বে। এগুলোর ইনিশিয়াল ডেভেলপমেন্ট খরচ দু'চার লাখ এবং মাসিক খরচ (সার্ভার বিল) একদম কম ধরলেও ২০ হাজার টাকায় গিয়ে ঠেকবে।

এরপর মার্কেটিং খরচের কথা তো না বললেই নয়, অনেকসময় ডেভেলপমেন্ট + ম্যানেজমেন্ট কস্ট থেকে মার্কেটিং কস্ট কয়েকগুন বেশি হয়ে যায়।

আপনি যদি নতুন উদ্যক্তা হন তাহলে একটা জিনিস মাথায় রাখবেন— পপুলার জিনিস কপি করতে নেই, পপুলার জিনিসে বিশাল কোন ঘাটতি থাকলে আর আপনার তৈরি জিনিস সে ঘাটতি পূরনে সক্ষম হলেই কেবল মানুষ আপনার প্রোডাক্টে আগ্রহী হবে। আর এমনিতেও, গল্পে কচ্ছপকে জিততে দেখে অনুপ্রাণিত হওয়ার কিছু নেই, বাস্তবে কিন্তু খরগোশই জিতে।

Rashidul islam
rashidulislam
390 Points

Popular Questions