Answered 2 years ago
ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। মূলত খালি পায়ে ফুটবল খেলার নিয়ম প্রাচীন কালে থাকলেও বর্তমান এ আধুনিক যুগে এর ভিন্নতা রয়েছে। বর্তমানে বুট পড়ে ফুটবল খেলা হয় কারণ এতে প্রতিটা খেলোয়াড় নরমাল ভাবে বলকে নানা নিকে ঘুরিয়ে ব্যালেন্স ঠিক রাখতে পারে। আর বলের গতি বাড়ানোর জন্য বুট পড়তে হয় এবং খেলোয়াড়দের মধ্যে পায়ে আঘাতে লাগানো থেকে রক্ষা করে বুট এবং অনেকটা আরামদায়ক ভাবে খেলতে পারে খেলোয়াড়েরা সেজন্য বুট ব্যবহার করা হয় ধন্যবাদ
triptykhan publisher