Answered 2 years ago
ফিটকিরি যার রাসায়নিক নাম হচ্ছে পটাশ এলাম । পটাশ এলাম এর সাহায্যে পানিতে থাকা আয়রনের স্তরকে আলাদা করা হয় । এর জন্য প্রথমে ফিটকিরির বড়ো বড়ো অংশ পানিতে দিতে হয় । ফলে পানির আয়রন এর স্তর আলাদা হয়ে তলানি পড়ে এবং পরিষ্কার পানি উপরে থাকে। সহজেই পরিষ্কার পানি পাত্র থেকে আলাদা করা যায়।
admin publisher