ফিজিক্স বিষয়টার মধ্যে একটা অসাধারণ সৌন্দর্য আছে, একটা দারুণ আনন্দ আছে, আপনি যদি সেটা অন্তর থেকে ফিল করে পড়তে পারেন তাহলে অবশ্যই ফিজিক্স আপনার পছন্দের বিষয় হবে। যেমন আমি। আমার ফিজিক্স এতটাই প্রিয়, আমি সারাদিন শুধু ফিজিক্স পড়তে থাকলে আমার কখনোই বোর লাগে না। একটা এক্সট্রা কৌতূহল কাজ করে। ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবে ফিজিক্স নিয়েই সবসময় সার্চ করি আর জানতে চাই। ক্লাস সেভেন এ থাকতে নাইন টেন এর ফিজিক্স, এইটে থাকতে এইচএসসি ফিজিক্স এবং বিএসসি ফিজিক্স পড়ে ফেলেছি। তাই ফিজিক্স পছন্দের হবে তখনই, যখন আপনি তার অন্তর্নিহিত সৌন্দর্য বুঝতে পারবেন। অবশ্য এক্ষেত্রে ভালো শিক্ষক অবশ্যই থাকতে হবে।
zahirahmed publisher