Answered 2 years ago
বর্তমানে গুগল ও ইউটিউবের অ্যালগারিদম অনেক কঠিন। যা ভেদ করা অনেক কঠিন। এই সম্পর্কে একমাত্র গুগলের কর্মকর্তাগনই অবগত। তবে গুগল ও ইউটিউব অনেক ধরনের নিয়মের মাঝে তারা বুঝিয়ে দিয়েছেন যে, কিভাকে আপনার ইউটিউবে কাজ করবেন।
ইউটিউবে আমার মতে SEO বলতে কিছুই নেই। এখানে আপনার ভিডিওর কন্টেন্ট যত ভালো হবে ততই ভিজিটর বাড়বে। তবে কিছু নিয়ম-কানুন আছে যেগুলোর মাধ্যমে ভিডিওতে আরো বেশী ভিজিটর বাড়ানো যায়।
সঠিক হেডলাইন বা শিরোনাম বাচাই করুন।
আপনার ভিডিওর কন্টেন্ট ভালো রাখুন।
ভিডিওর কোয়ালিটি ভালো করার চেষ্টা করুন।
ভিডিওর থামনেল আকর্ষণীয় করার চেষ্টা করুন।
ভিডিওর মেইন কিওয়ার্ডের ট্যাগগুলো ভালোভাবে বসিয়ে দিন।
ভিডিওর ড্রিসক্রিপশনে তথ্যগুলো ভালো ভাবে প্রকাশ করুন।
নিয়মিত ভিডিও তৈরী করুন।
khalidrimon publisher