ফাইভারে দুইটি অর্ডার পাওয়ার পর আর অর্ডার পাচ্ছি না। কী করতে পারি?

1 Answers   10.2 K

Answered 2 years ago

সবকিছু ভুলে গিয়ে নিচের বিষয়গুলো ১ মাস follow করুন।


প্রতিদিন ১০ টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। অর্থাৎ, ৩০ দিনে ৩০০ টি!

কপি পেস্ট করে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন না। প্রয়োজনে মোবাইলে G-Keyboard ব্যাবহার করুন।

চেষ্টা করবেন প্রথম ২০ জনের মধ্যে বায়ার রিকোয়েস্ট পাঠানোর।

আপনার নাম, ৫ বছরের অভিজ্ঞতা এসব লিখবেন না। সবাই যা লিখে তা লিখে লাভ কি?

বায়ারের পোস্টটি ভালো করে পড়ে, বুঝে, সেইভাবে রিকোয়েস্ট পাঠাবেন।

আপনি কাজ কিভাবে করবেন, আর এতে করে সে কি সুবিধা পাবে, কথাগুলো যত সংক্ষেপে সম্ভব লিখুন। বেশি লেখা পড়ার ধৈর্য কারও নাই!

অন্য কোন কাজ না থাকলে ১৮-২০ ঘন্টা এক্টিভ থাকার চেষ্টা করুন।

বায়ার ম্যাসেজ করার সাথে সাথে উত্তর করবেন।

গিগে সমস্যা থাকলে গিগ পরিবর্তন করুন। বেশিরভাগ সবার গিগ দেখলে আর ভক্তি থাকে না! গিগে যেন প্রাণ থাকে সেভাবে তৈরি করুন।

সন্ধ্যা ৬ টা থেকে রাত ৩ টা পর্যন্ত বায়ার রিকোয়েস্ট পেইজটিতে পড়ে থাকুন, রিফ্রেশ করুন, বায়ার রিকোয়েস্ট আসলে উপরের নিয়ম গুলো ফলো করুন অবশ্যই। (আর পারলে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা এই সময়েও বায়ার রিকোয়েস্ট দেখতে পারেন)


Maruf Alam
Maruf Alam
653 Points

Popular Questions