সম্পর্কিত
আপনার পড়া হুমায়ূন আহমেদের সেরা বই কোনগুলি?
এটির আসল উত্তর ছিল: আপনার পড়া হুমায়ুন আহমেদের সেরা বই কোনগুলি?
হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক।তাঁর বই আমাকে হাসায়, কাঁদায়।জীবনকে নতুন করে জানতে এবং বুঝতে সাহায্য করে।হূমায়ুন আহমেদ এর জন্ম আমাদের পাশের জেলায়।সে কারনে তাঁর লেখায় আমি আমার অঞ্চলের সংস্কৃতির অসাধারণ মিল খুঁজে পাই।তাঁর প্রত্যেকটি বই আমার কাছে সেরা।তবুও কিছু বই এর প্রতিটি পাতার প্রতিটি অক্ষর আমার কাছে খুব হৃদয়স্পর্শি।যেমন:
মেঘ বলেছে যাব যাব,
হিমু সমগ্র,
শুভ্র গেছে বনে,
সমুদ্র বিলাস,
বৃষ্টি বিলাস,
দারুচিনি দ্বীপ,
কোথাও কেউ নেই,
এইসব দিনরাত্রি,
বৃহন্নলা,
কুটুমিয়া,
মিসির আলী সমগ্র ইত্যাদি…
rani publisher