পড়াশোনার পাশাপাশি কোন ছোট ব্যবসা করা যায়?

1 Answers   10.9 K

Answered 2 years ago

ইনফর্মালি বলি কেমন?

এই যুগে আমাদের আসলে সরল পথে চলে সার্ভাইব করা সম্ভব না। বাঁকা পথ মানে আবার অবৈধ ব্যবসার কথা বলতেসি না আপনাকে। :ভ

এমন কিছু একটা করেন, যেইটা করলে লাভে লাভ।

ধরি, আপনি কামলা খাটেন অনার্সে। তাহলে দেখা যায়, এই বয়সী পোলাপাইনের জ্ঞানের খিদাতে হোক কিংবা ফ্লেক্স মারাইতে হোক, বই কিনতে চায় অনেকে।

এই 'অনেকে' শব্দটার সাথে যদি একমত না হোন তাইলেও প্যারা নাই। আপনাকে সাইকোলজি বুঝতে হবে। মনস্তাত্ত্বিক দিকটা মাথায় রেখে মার্কেটিং করতে হবে। এক্ষেত্রে বিসিএস, গবেষণা, নান্দনিকতা, বইপোকা এসব জিনিসকে দাবার গুটি হিসেবে কাজে লাগাইতে পারেন।

তাছাড়া আপনারও এসব ক্ষেত্রে বই কাজে লাগবে, মোট কথা টাচে থাকবেন।

এসবের বাইরে, অন্য ডিপার্টমেন্ট এবং নিজ ডিপার্টমেন্টের খোঁজ খবর রাখবেন। স্যার বই রেফার করলে, ধুমধাম অর্ডার হাতের মুঠোয় নিয়ে নিবেন।

সর্বসাকুল্যে আপনার লাভঃ


১. আর্থিক

২.বই পড়ে জ্ঞান দ্বারা ব্রেইনের স্টোরহাউজ ভরাবেন।

৩. কমিউনিকেশন স্কিল বাড়বে।

৪. ট্র্যাকের বাইরে যাবেন না।


Ahmed Shopno
ahmedsopno
412 Points

Popular Questions