পড়াশোনাকে ভালোবাসুন, উপভোগ করুন, নিজের মনে করুন। নিয়মিত পড়াশোনা করুন, দিনে এক ঘন্টা হলেও। পড়াশোনাটায় মনোযোগ ধরে রাখা সহজ নয়, তবে লেগে থাকলে আপনি একসময় নিজেই নিজের উন্নতি বুঝতে পারবেন। পরিকল্পনা করে গুছিয়ে পড়ুন, যতটুকু পারবেন ততটুকুই। অগোছালো অনিয়মিত পড়াশোনার কোনো ফায়দা নেই।
ujjolahmed publisher