Answered 2 years ago
অ্যাপ্লিকেশনের আপডেট দেখানোর অনেক কারণ থাকে।
যেকোনো অ্যাপ্লিকেশনে বাগ(bug) বা সমস্যা থাকেই। অ্যাপ্লিকেশন লঞ্চ করার পরে সেই বাগ গুলোর fix দেওয়া হয়। শুধু তাই নয়, ব্যাটারির চার্জ যাতে কম শেষ হয়, র্যামে যাতে জায়গা কম নেয়, ফোন বা অ্যাপ্লিকেশনের সিকিউরিটি - সেদিকে নজর রেখেও অ্যাপের আপডেট এসে থাকে।
একেকটা স্মার্টফোন একেক ব্র্যান্ডের বা একেক মডেলের। একটা অ্যান্ড্রয়েড অ্যাপ সমস্ত ধরণের ব্র্যান্ড বা মডেলের সাথে খাপ খায় না। তখন ব্র্যান্ড বা মডেল স্পেসিফিক আপডেট দিতে হয়।
কোনো বিশেষ ফোনের অপারেটিং সিস্টেমের আপডেট আসে মাঝে মাঝে। সেই আপডেটের সাথে খাপ খাইয়ে অ্যাপ্লিকেশনের আপডেট দেওয়া হয় 1 বা 2 নাম্বার বিষয়গুলো মাথায় রেখে।
বার বার আপডেট দিয়ে ফোন ব্যবহারকারীর মাথায় অ্যাপের অস্তিত্বের কথা জানান দেওয়া হয়। এতে অ্যাপ্লিকেশন ব্যবহার বেড়ে যাওয়ার চান্স থাকে।
তবে অ্যাপ্লিকেশনের সিকিউরিটি একটা বড়ো ফ্যাক্টর। অ্যাপের সিকিউরিটি নিয়ে সমস্যা থাকলে প্লেস্টোর বা অ্যাপস্টোর সেই অ্যাপ্লিকেশনটি ব্লক করে দেয়। পরে সেই সমস্যা fix হলে আবার আপডেট আসে।
এছাড়াও নতুন ফিচার, অ্যাডভার্টাইজিং ব্যানার ইত্যাদি নিয়ন্ত্রণ করার জন্যে আপডেট আসে।
সবশেষে, গুগল প্লেস্টোরে ডেভেলপাররা কোনো অ্যাপের যেকোনো আপডেট জমা দিলে সেটি রিভিউ বা পুনঃমূল্যায়ন হয় না, সরাসরি আপডেটের জন্যে পুশ বা পাবলিশ করা হয়। এতে যেকোনো ধরণের ছোটোখাটো আপডেট ডাউনলোডের জন্যে চলে আসে। অন্যদিকে আপেল স্টোরে সেই অ্যাপ্লিকেশন রিভিউ করা হয়, এবং অ্যাপ্লিকেশনের খুব বড়ো ধরণের চেঞ্জ না থাকলে সেটি আটকে দেওয়া হয়।
khadiza publisher