প্লাস্টিকের ইলেকট্রিক জগে কি দুধ গরম করা যাব?

1 Answers   11.2 K

Answered 2 years ago

দেখুন, একটা কথা বলবো, প্লাস্টিক ব্যাবহার বন্ধ করুন যতোটা হয়। কোনরকম রূপেই প্লাস্টিকের দ্রব্যে খাওয়া ভালো না। এটি শরীরের বিশাল বড়ো ক্ষতি করে দিচ্ছে । পিতল কাঁসা ইত্যাদির দ্রব্য ব্যাবহার করুন সামর্থ না থাকলে স্টিলের সেটা না থাকলে শাল পাতায় খান কলা পাতায় খান কিন্তু প্লাস্টিক না । একদম না একদম না 🙏✅ ভালো থাকুন সুস্থ থাকুন।।

Ria Khatun
riakhatun
264 Points

Popular Questions