Answered 2 years ago
কেউ ভালো প্রোগ্রামার হতে চাইলে তাকে অবশ্যই ভালো করে কোডিং করা জানতে হবে। এর জন্য ওয়েব ডেভলমেন্ট, ওয়েব ডিজাইন, মেশিন লার্নিং, ডাটা সাইন্স সহ সব ধরনের কাজ করতে হয় কোডিং এর মাধ্যমে।
বর্তমান সময়ে ইন্টারনেটে প্রোগ্রামিং শেখার জন্য যথেষ্ট রিসোর্স রয়েছে যদি কেউ তার অদম্য ইচ্ছে এবং ধৈর্য থাকে। কারণ একটা সময়ে শেখার জন্যে সবচেয়ে বড় প্রতিকূলতা ছিল রিসোর্সের অভাব ছিলো।
প্রথমেই ইংরেজি রিসোর্স দিয়েই শুরু করা যাক
১) W3schools: এটা প্রোগ্রামিং শেখার জন্য সবচেয়ে সেরা একটি সাইট যেখানে প্রোগ্রামিং এর সবকয়টি ল্যাংগুয়েজ ফ্রিতে শেখা সম্ভব।
২) freecodecamp: এটিও অনেক জনপ্রিয় সাইট প্রোগ্রামিং শেখার জন্য এখান থেকে খুব সহজেই আপনার প্রয়োজন মত প্রোগ্রামিং ল্যাংগুয়েজটি শিখে নিতে পারবেন। এখানেও জনপ্রিয় সব গুলো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর কোর্স রয়েছে।
৩) Mobile App: মোবাইল দিয়ে Programming Hero App প্রোগ্রামিং শেখার জন্য পৃথিবী ব্যাপি অন্যতম জনপ্রিয় কোডিং এপসটিতে প্রায় সব ধরনের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শেখা সম্ভব ওয়েব ডেভেলপমেন্ট, সি প্রোগ্রামিং, সি++, জাভা, পাইথন সহ জনপ্রিয় অনেক ল্যাংগুয়েজ শিখতে পারবেন এই এপস থেকে।
বাংলা রিসোর্সঃ
বাংলা ভাষায় যদিও সেরকম ওয়েবসাইট ভিত্তিক রিসোর্স নেই যেখান থেকে w3schools / freecodecamp এর মত ধাপে ধাপে শিখতে পারবেন, তবে যদি ওয়েবসাইট থেকেই শিখতে চান তাহলে স্যাট একাডেমির ওয়েবসাইট টা দেখতে পারেন তাদের ও ফ্রি কোড ক্যাম্পের মত বাংলা রিসোর্স দিয়ে সাইট বানানো আছে।
তবে শেখার জন্য জন্য আপনি ইউটিউব ব্যাবহার করতে পারেন। প্রোগ্রামিং শেখার জন্য ইউটিউবে হাজার হাজার ফ্রি রিসোর্স আছে । ইউটিউবে প্রোগ্রামিং সেখার জনপ্রিয় চ্যানেল ,আনিসুল ইসলাম, স্ট্যাক লার্নার, লার্ন উইথ সুমিত ইত্যাদি
hasan269 publisher