প্রোগ্রামিং শিখতে ঝংকার মাহবুবের কোন বইটা পড়ার পরামর্শ দেবেন?

1 Answers   11.5 K

Answered 2 years ago

একটাও না !

বাংলা বই , টিউটোরিয়াল দিয়ে বেশীদুর আগাতে পারবেন না । প্রোগ্রামিং যদি সিরিয়াসলি শিখতে চান তবে বাংলা নির্ভরতা পরিহার করুন , ইংরেজী ভীতি দূর করুন । বাংলাতে যেসব রিসোর্স পাবেন তা দিয়ে বেসিক লেভেল পর্যন্ত চালাতে পারবেন , এর বেশী না । মিড বা অ্যাডভান্স লেভেলে আপনাকে অনেক বিদঘুটে সমস্যা সমাধান করতে হবে , যার জন্য সাহায্য আপনি কোন বাংলা বই বা বাংলা ভাষাভাষী কমিউনিটিতে পাবেন না । ঘুরেফিরে আপনাকে স্ট্যাকওভারফ্লো , গিটহাব , ডেভ , মিডিয়াম বা এরকম প্লাটফর্মে ঢু মারতেই হবে ; আফসোসের বিষয় হলো ইংরেজি না জানা থাকলে আপনি এসব জায়গা থেকে আপনার কাঙ্খিত সাহায্য পাবেন না বা পেলেও কাজে লাগাতে পারবেন না ।


Tuhin Ahmed
tuhinahemd
172 Points

Popular Questions