Answered 2 years ago
সবাই এক বাক্যে স্বীকার করবে, প্রোগ্রামিং এর চাহিদা আগে ছিল, এখন আছে, আর ভবিষ্যতে বাড়বে ছাড়া কমবে না।
এর মূল কারণ হচ্ছে, এটা এমন একটা ব্যাপার যা একজন প্রোগ্রামারকে তার মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে করতে হয়। মানে, যে কেউ চাইলে ১-২ দিন এটা নাড়াচাড়া করে এটা শুরু করতে পারবে না। তাকে সময় নিতে হবে, বুঝতে হবে, প্রাকটিস করতে হবে, প্রবলেম সলভ করতে হবে, যা একটি সময় সাপেক্ষ ব্যাপার।
কিন্তু, প্রোগ্রামিং ছাড়া আর কোন বিষয় আছে যা একটি সুন্দর ভবিষ্যত গড়তে সহায়তা করবে?
চলুন আজ সেই সকল বিষয় গুলো নিয়ে আলোচনা করা যাকঃ
SEO:
SEO এর ডিমান্ড বর্তমানে অনেক বেশি ভবিষ্যতে আরও বাড়বে। SEO দ্বারা বোঝায় Search Engine Optimization. আর এটা দ্বারা সার্চ ইঞ্জিনের প্রথমে কে থাকবে, পরে কে থাকবে এইগুলো নিয়ন্ত্রণ করা হয়। আর গুগল বা বিং এর প্রথম পজিশনে কোন কোম্পানী থাকতে চায় না?
আর এই পুরো বিষয়টা যেহেতু ম্যানুয়াল, তাই এরপরে যখন আরও আরও কোম্পানী তৈরি হবে, তখন SEO এর ডিমান্ড আরও অনেক বেড়ে যাবে।
ভিডিও এডিটিংঃ
আপনারা খেয়াল করে দেখবেন, আমরা ব্যানার এড বা পোস্টার এড থেকে ভালো মানের ভিডিও এড গুলো বেশি দেখে থাকি। ভালো মানের ভিডিও এড গ্রাহককে সর্বদা আকৃষ্ট করে। তাই, কোম্পানীগুলো ধীরে ধীরে ভিডিও এডের দিকে বেশি ঝুঁকছে। আর এই কারণে, ভালো মানের ভিডিও এডিটর দের চাহিদাও দিন দিন বাড়ছে।
ভিডিও এডিটিং এর সুবিধা, অসুবিধা, ভবিষ্যত, ও কেমন উপার্জন হতে পারে, তা নিয়ে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন।
সাইবার সিকিউরিটিঃ
Data বা তথ্য ধীরে ধীরে পৃথিবীর সব থেকে বড় সম্পদে পরিণত হচ্ছে। যে কারণে ওয়েবসাইট ওনার, সফটওয়্যার কোম্পানী, সবাই তাদের Data security নিয়ে প্রচুর কাজ করে। এই জন্য সাইবার সিকিউরিটি রিলেটেড কাজ গুলো ভবিষ্যতে আরও বেশি চাহিদাসম্পন্ন হবে।
সেলস পারসনঃ
সকল কোম্পানী চায় তাদের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি হোক। আর, একজন ভালো সেলসম্যান, যে কিনা নিয়মিত মানুষকে কনভিন্স করে প্রোডাক্ট বিক্রি করে দিতে পারে, তার চাহিদা কখনোই কমবে না। আর এটা কোন টেকনিক্যাল স্কিল নয় যে, আপনি HTML শিখলেন, PHP শিখলেন, বা C# শিখে কাজ শুরু করে দিলেন। এই কাজের জন্য একজন মানুষকে তার নিজেকেই তৈরি করে নিতে হয় তার অভিজ্ঞতা ও কনভিন্স করার সক্ষমতা দিয়ে।
এনিমেশন ক্রিয়েটর:
ভালো মানের এনিমেশন দ্বারা অনেক জটিল বিষয় গুলো মজাদার, ও বেশ সহজ ভাবে বোঝানো যায়। এখন এনিমেশন মুভিগুলোকেও কিন্তু অস্কার দেওয়া হয়। পাশাপাশি দেখবেন, এনিমেশন তৈরি করে বিভিন্ন গল্প বলে বা মানে তুলে ধরে, এমন YouTube চ্যানেল গুলো খুব বেশি সাবস্ক্রাইব বা রিচ পেয়ে থাকে। এবং ভবিষ্যতে এটার চাহিদা বাড়বে। কেননা, বাচ্চারা তো পছন্দ করেই, পাশাপাশি আমরা বড় মানুষেরাও কিন্তু ভালো মানের এনিমি দেখে মুগ্ধ হই।
গ্রাফিক্স ডিজাইনঃ
প্রথাগত লোগো ডিজাইন, কার্ড ডিজাইন এর কথা বলছি না, আমি বলছি এডভান্স ডিজাইন গুলোর কথা যা দিয়ে আসলেই ভালো কিছু করা যায়। যেমন ধরুন একটি চমতকার বিলবোর্ড, যা কিনা যে কাউকে চমকে দিতে পারে। আমার মনে হয় গ্রাফিক্স ডিজাইনের সিম্পল কাজগুলো ভবিষ্যতে আর থাকবে না, এর বদলে হাইব্রিড ডিজাইন গুলো মার্কেটপ্লেস দখল করে নিবে।
কন্টেন্ট রাইটারঃ
আমরা ইন্টারনেট ব্যাবহার করি মূলত বিভিন্ন তথ্যের জন্য, তাই না? এইসব তথ্য রিসার্চের মাধ্যমে এক একজন কন্টেন্ট রাইটার লিখে থাকে। হ্যাঁ, একজন এক্সপার্ট তিনি তার নির্দিষ্ট টপিকে কন্টেন্ট লেখেন বটে, কিন্তু ভ্যারিয়েশনের জন্য তারও একজন কন্টেন্ট রাইটারের দরকার পড়ে। আর যে কন্টেন্ট এ প্রাণ নাই, সেই ধরনের কন্টেন্ট রাইটার দের চাহিদা ভবিষ্যতেও থাকবে না, স্বাভাবিক।
এছাড়া, আরও অনেক কিছুই রয়েছে, যেমন VR, Blockchain, NFT, ইত্যাদি। মূলত ব্যাবসাতে অপরিহার্য জিনিস গুলো অবশ্যই থাকবে। তবে আমাদের গতানুগতিক ব্যাবসা নয়, অনলাইন ভিত্তিক ব্যাবসা গুলোর জন্য যা যা প্রয়োজন সেই জিনিস গুলো নিয়ে একটু চিন্তা করলেই বোঝা যায় যে, এরপরে কি থাকতে পারে, আর কি থাকবে না!
Rocky Khan publisher