Answered 2 years ago
ডার্ক মুড্ বেশি জনপ্রিয় হওয়ার আসল কারণ হলো বেশিরভাগ প্রোগ্রামাররাই অন্ধকার রুমে কাজ করে।
অনেকেরই একটা ভুল ধারণা আছে যে ডার্ক মুড্ চোখের জন্য ভালো। আমরা যারা চশমা পড়ি তাদের জন্য ডার্ক মুড্ বরং ক্ষতিকর, কারণ মানুষের চোখের গঠন এরকম যে কালোর মাঝে সাদা লেখা পড়ার চেয়ে সাদার মাঝে কালো লেখা পড়া সহজ। ফলে ডার্ক মুডে চোখে চাপ পড়ার সম্ভাবনা বেড়ে যায়। মায়োপিয়া আছে যাদের তাদের জন্য এই সমস্যা আরো গুরুতর, এই কেইসে লেখা পড়া তো কঠিন হয়ই সাথে লেখা দেখতেও ব্লারি লাগে (চশমা পরা সত্ত্বেও)।
নিজের চোখ বাঁচাতে চাইলে ভালো অভ্যাস করুন - অন্ধকার রুমে কাজ করবেন না কোনোভাবেই, আর এমন থিম ব্যবহার করবেন যেটায় কনট্রাস্ট কম। ডার্ক আর লাইট দুই মুড্ই ব্যবহার করে দেখুন, যেটায় আপনার চাপ কম লাগে সেটা সেট করবেন।
chayan publisher