প্রেম করতে মন চায়। কিন্তু মেয়েদের সাথে কথা বলতে লজ্জা ও ভয় কাজ করে ভিতরে। কেন এরকম হয়?

1 Answers   3 K

Answered 2 years ago

আপনার প্রেম করতে মনে চায় কিন্তু পারছেন না কেন আমি সেটার উত্তর দিচ্ছিনা, তবে আপনি কি কারণে মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পান সেটার উত্তর দিচ্ছি।

যতটুকু আঁচ করতে পারছি আপনি ভদ্রঘরের সন্তান এবং আপনার পিতা-মাতা আপনাকে যথেষ্ট মূল্যবোধ নিয়ে তৈরী করেছেন। আমার এরকমটা ধারণা করার কারণ যারা অনেক মূল্যবোধ নিয়ে বড় হয় তারা অনেকটা নিজেদের সংরক্ষিত রেখে বড় হয় এবং তারা মানুষকে শ্রদ্ধা করতে জানেন।

আপনার মাঝে বিপরীত লিঙ্গের প্রতি একধরণের শ্রদ্ধা অন্তর্নিহিত রয়েছে এবং আপনি নিজেকে সংরক্ষিত রেখে বড় হয়েছেন বিধায় বিপরীত লিঙ্গের সাথে তেমনভাবে পরিচিতি ঘটেনি ব্যাপারটা যেমন সত্যি ঠিক তেমনি আপনার প্রাথমিক জীবনে খারাপ বন্ধুদের প্রভাব পড়েনি এটাও সত্যি।

বিপরীত লিঙ্গের প্রতি মানুষের লজ্জা আর ভয় তখনি কেটে যায় যখন সে সব লিঙ্গের মানুষের সাথেই মেশার চেষ্টা করে। আর এই মেশার চেষ্টাটা সময়ের প্রয়োজনেই একসময় শুরু হয়ে যায়। আপনি বিশ্ববিদ্যালয় বা চাকুরীজীবনে প্রবেশ করলে এমনিতেই আপনি মিশতে পারবেন।

আপনার যে প্রেম করতে মন চাইছে এটা ধরে নিচ্ছি আপনার পারিপার্শ্বিক অবস্থা এবং বন্ধুদের থেকে গল্প শোনার ফলাফল। আমি পরামর্শ দিব প্রেম না করে নিজেকে ও নিজের আশেপাশের মানুষদের সময় দিন। আর যখন এই প্রেমের চিন্তাটা মাথায় তীব্রতর হবে তখন সামর্থ্য থাকলে বিয়ে করে নিন।

অযথা একটু প্রেমের ইচ্ছা জাগায় কেন নিজের এবং অন্যের মেয়ের জীবন নষ্ট করবেন? এমন কোন গ্যারান্টি তো নেই যে আপনি যার সাথে প্রেম করবেন সে আসলেও আপনাকেই বিয়ে করবে এবং আপনি সুখী হবেন। তাই নিজেকে গড়ার দিকে সময় দিন।

আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Dorud Uddin
dorududdin
459 Points

Popular Questions