Answered 2 years ago
প্রেম করেছেন খুব ভালো।কিন্তু প্রেমের পরিণতি তো দুটো হয় একটা মিলন একটা বিয়োগ ।বিয়োগ যে ভাবেই হোক।যে দিক থেকেই হোক, তা সত্যি বেদনা দায়ক।কিন্তু নিজেকে আগে প্রশ্ন করুন আপনি কি প্রেম টা টিকে হবেই এই ব্যাপারে 100 শতাংশ বিশ্বাস রাখতেন ?
যদি উত্তর হয় হ্যা
তো এটা বলুন ,আপনি কি বলতে পারেন আপনি কদিন বাঁচবেন।আপনি কি বলতে পারেন 100 শতাংশ দৃরতা নিয়ে যে কাল এই সময় আপনি বেচেঁ থাকবেন?
উত্তর নিশ্চই না হবে।
আমরা কখনোই বুঝতে পারি না ।কি হতে চলেছে।শুধু কিছু ঘটনা র ভিড়ে আমরা ভেসে চলি।তাই নিয়েই কাজ অভিমান আনন্দ উল্লাস করি।
আমার মতে আপনি আপনার এই বিচ্ছেদ বা ধোঁকা কে কেবল মাত্র একটি ঘটনা হিসাবে দেখুন।just একটা ঘটনা।
যে আপনাকে ধোঁকা দিয়েছে ।মনে করুন , সৃষ্টিকর্তা তাকে আপনার থেকে সরিয়ে নিয়েছেন ,কারণ তিনি মনে করেছেন যে তিনি আপনার জন্য উপযুক্ত না।এতে আপনার খুশি হওয়া উচিত ছিল।
আপনি যদি প্রকৃত উচ্চ মানসিকতা সম্পন্ন ব্যক্তি হন তো আপনি এই ঘটনা টা কে যদি জীবনের একটি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে গণ্য করে জীবনে রাস্তায় এগিয়ে যাবেন। তাহলে দেখবেন,আপনার জন্য প্রকৃত কেউ অপেক্ষা করে বসে আছে।সে হয়তো আপনার জন্যই তৈরি।
এবারে আসি প্রতিশোধ এর কথায়,
আপনি যদি মনে প্রতিশোধ পুসে রেখে দেন।আর সময় সুযোগ বুঝলেই আপনি প্রতিশোধ নেবার চেষ্টা করেন।তাহলে আপনি আইনি জলে জড়িয়ে পড়বেন ই।অথবা আপনার ভবিষ্যত সুনাম নষ্ট হবে ।অথবা সব জায়গায় আপনার কটু কথা ছড়িয়ে পড়বে।কেউ দেখবে না যে কে দোষী ছিল।আপনি যেহেতু প্রতিশোধ নিয়েছেন তাই আপনাকেই আঙ্গুল তুলবে।এতে মানহানি জেল খাটা মার খাওয়া কোনো তাই বিরল না।
একমাত্র প্রতিশোধ তখন ই নিতে পারবেন যখন। আপনি উন্নতির শিখরে আর্থিক দিক থেকে সাবলম্বী হয়ে সেই রকম আপনার মনের মত কাউকে নিয়ে সুখে থাকবেন।আমি বলতে বাধ্য যে আজ যে ধোঁকা দিয়েছে সে নিশ্চই আফসোস করবে ।হয়তো ফিরে আসতে চাইতে পারে ।সেই দিন আপনি তাকে অস্বীকার করবেন। এর চেয়ে কড়া প্রতিশোধ হতে পরে না।
পুনঃ আপনি immidiate প্রতিশোধ নিতে গেলে নিজেই বিপদে পড়বেন।সময় সবার ঘোরে ।মনে রাখবেন
Every dog has its day
তবে কোনো পরিচয় কে সম্পর্কের নাম দেবার আগে এর পর থেকে আর তাড়াহুড়া করবেন না।ভালো করে বুঝে শুনে তবেই নিজেকে করবেন।এরকম যেকোনো কারো পাল্লায় পড়লে আবার মূল্য চুকাতে হতে পারে।
বহরমপুরে এই ভয়ঙ্কর ঘটনা থেকে শিক্ষা নিন।সবাই কেনো আপনাকে সুবুদ্ধি দিচ্ছে
Raha publisher