Answered 2 years ago
দায়িত্ব ঘাড়ে পড়লে প্রেমিকার প্রতিও আকর্ষণ কমে যায়. বউএর প্রতি স্বামী র আকর্ষন কমে যায় কারণ স্বামী দাযিত্ব পালন এ বেশী মনোযোগী হয়ে পড়ে।
আসলে আকর্ষন কমে যায় বললে ভুল হবে। সঠিক বললে, স্বামী মানসিক এবং শারীরিক আকর্ষন এ অমনোযোগী হয়ে পড়ে । তাই মনোযোগ দায়িত্ব পালন এ বেশী হয়। প্রেমিকা অসুস্থ হয়ে পড়লে তার পরিবার দায়িত্ব নেয়া। স্ত্রী এর দায়িত্ব স্বামী কে নিতে হয়। প্রেমিকার জীবন যাপন এর খরচা তার পরিবার বা সেই নেয়। স্ত্রী এর জীবন যাপন এর খরচা তার স্বামী কে বা সে নিজে নেয়।
প্রেমিকার কাছে কোনো রকম দায়িত্ব পালন এর আশা থাকে না। বৌ এর কাছে দায়িত্ব পালন এর প্রচুর আশা থাকে। এবং সেই আশা সবসময় পূরণ হয় না। সোজা কথাই প্রেমিকার প্রতি আশা খুব কম থাকে , তাই আশা গুলো খুব সহজে পুরো হয়ে যায়। কিন্তু স্ত্রী এর প্রতি প্রচুর আশা থাকে এবং তার অনেকটাই পূরণ হয় না।
Islamuddin publisher