প্রেমিকার থেকে কিভাবে সময় বাচিয়ে পড়াশোনা করবো ?

1 Answers   8.4 K

Answered 2 years ago

এর সবচেয়ে সহজ এবং সর্বোত্তম সমাধান হলো প্রেমিকাকে বিয়ে করে ফেলুন৷ এমনটা করলে দেখবেন প্রেমিকা নিজেই আপনাকে পড়ার টেবিলে বসিয়ে দেবেন। কারণ কোনো প্রকৃত প্রেমিকাই চাইবে না যে তার প্রেমিক অশিক্ষিত বেকার হয়ে বসে থাকুক৷ আমি নিজে বিয়ে করেও সেটাই বুঝতে পারছি৷

আর আপনার প্রেমিকা যদি আপনাকে বিয়ে করতে রাজি না হন তবে তার আশা ত্যাগ করুন৷ কারণ তিনি কখনই আপনার প্রেমিকা নন।

আর যদি এমন হয় যে প্রেমিকা রাজি কিন্তু তার অভিভাবক রাজি নন তাহলে

১. তার আশা আপাতত বাদ দিন,

২. সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করুন,

৩. ধৈর্য ধারণ করুন এবং

৪.প্রেম না করে সরাসরি অন্যান্য ভালো মেয়েদের অভিভাবকদের সাথে যোগাযোগ করুন

ইনশাআল্লাহ সফল হবেন৷

কুরআন মাজিদে সুরা বাকারার ১৫৩ নং আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন,

يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاة ان الله مع الصابرين

"হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। "

হাদিসে আছে, রাসুলুল্লাহ (সা) বলেন, মুমিনের বিষয়টি সত্যিই আশ্চর্যজনক ৷ নিশ্চয়ই তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর৷ আর এটা মুমিন ছাড়া আর কারো জন্যই নয়৷ সুতরাং যদি সে কোনো বিপদে পতিত হয় তখন সে ধৈর্য ধারণ করে ৷ ফলে সে বিপদ তার জন্য কল্যাণকর হয়ে যায়। আর যদি সে কোনো ভালো অবস্থায় থাকে তখন সে (আল্লাহর প্রতি) কৃতজ্ঞতা জ্ঞাপন করে ফলে সে সুখও তার জন্য কল্যাণকর হয়ে যায় ৷

ধন্যবাদ৷

Khadiza
khadiza
262 Points

Popular Questions