প্রেমিকার অপ্রিয় অতীত হুট করে জেনে গেলে কী করবো? সবসময় মাথায় এটা ঘুরে তার শরীর অন্য কেউ ছুয়েছিলো। অশান্তিতে মরে যাচ্ছি। ভালোবাসি বলে সরে আসার কথাও ভাবতে পারছিনা।

1 Answers   5.5 K

Answered 2 years ago

ভালোবাসা পবিত্র। আপনে যখন বলেই দিলেন তাকে ভালোবাসেন জন্য ছেড়ে যেতে পারছেন না সেহেতু বলবো তার অতীত টা মেনে নেন। ক্ষমা করে দেন। জানুন সেই মানুষটা আপনাকে কতটা সম্মান করে আর আপনার সাথে তার সম্পর্কটা কতটা গভির। নিজের সাথে একটা লড়াই করে দেখে নেন লড়াইটা কতটা জটিল। আসলে এটা বয়সের দোষ দিবো নাকি পরিবেশের জানি না। আমরা ভালোবাসা বলতে বেশির ভাগ শরীরিক সম্পর্কটাই পবিত্রা মনে করি। আসলেই কি তাই? আপনে যেই মেয়েকে ভালোবাসেন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যদি শারীরিক সম্পর্কে জড়ান এবং কিছুদিন পর তার সাথে ব্রেকআপ করে নেন তাহলে এখানে দোষটা কার? ছেড়ে যাওয়া কখনও সমাধান হতে পারে না। যদি এমন টাই হতো তাহলে বিধবাবিবাহ প্রথা চালুই হতো না। আমরা যখন কারো সাথে সম্পর্কে জড়াই তখন আগে পিছনে না ভেবে অনেকটা আগিয়ে যাই। আপনার প্রিয় মানুষটাকে ক্ষমা করে দেন। একজন বিবাহিত মানুষের যদি আবার নতুন করে কাউকে বিয়ে করে সংসার করা অন্যায় না হয় তাহলে আপনার প্রিয় মানুষটাকে কেনো কাঠগড়ায় তুলছেন? তার অতীত যতটাই ভয়ংকর হোক না কেনো ক্ষমা করে দিয়ে বিয়ে করে নেন। বিয়ে পবিত্র। সম্পর্কটাকে সম্মান করে থাকলে তাকে সামাজিক মর্যাদা দিয়ে ঘরে তুলুন। আপনার প্রীয় মানুষটার অতীত জেনে যদি আপনেও তাকে ছেরে দেন তাহলে আপনার আর আপনার প্রিম মানুষটাকে অসম্মান করা সেই মানুষটার মাঝে পার্থক্য কি হলো? সম্পর্কটাকে সম্মান করুন। ভালোবাসুন। অতীত টা নিজেও ভুলে যান আর প্রিয় মানুষটাকেও ভুলিয়ে দেন।সুন্দর করে নিজেদের সম্পর্কটা আবার শুরু করেন। আপনার জন্য শুভ কামনা থাকলো।

Mostofa
mostofa
452 Points

Popular Questions