প্রিয় মানুষটি আপনার সাথে প্রতারণা করার পর নিজের ভাঙা মনকে কিভাবে সান্ত্বনা দিয়েছিলেন?

1 Answers   9.2 K

Answered 2 years ago

তখন আমার বয়স ২০ বছর। আমি যাকে ভালবাসতাম (হয়তো এখনো ভালোবাসি!) একদিন হঠাৎ আবিষ্কার করলাম সে একই সাথে আমার সাথে এবং আমার এক ঘনিষ্ঠ বান্ধবীর সাথে প্রেম করছে। তাদের দুজনকে আমি একদিন ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলি। তারপর থেকে তারা আর কোন রাখঢাক রাখতো না। আমার সামনেই প্রেম করতো। জীবনে বেশ কঠিন একটা ধাক্কা ছিল সেটা আমার জন্য। এই ধাক্কা কাটিয়ে উঠতে আমার ৭ বছর সময় লেগেছে।

আমি সেসময় নিজের ব্রেইনকে নানাভাবে ব্যস্ত রাখতাম। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী ছিলাম, সেই হিসেবে সারাদিন প্রোগ্রামিং করতাম। ব্রেইনকে অন্যদিকে পরিচালিত করাই ছিল আমার লক্ষ্য, যেন তার কথা আমার মনেই না আসে। গ্রাজুয়েশন শেষ করেই মাস্টার্সে ভর্তি হয়ে গেলাম। আমার লেখালেখির শুরুটা সেসময়ই। ব্লগে কম্পিউটার বিজ্ঞান বিষয়ে লেখা শুরু করলাম। লেখাপ্রতি ২০০ করে টাকা পেতাম। তারপর বই লেখার শুরু। তামিম শাহরিয়ার সুবিন, তাহমিদ রাফি ভাইদের সাথে সহ-লেখক হিসেবে আত্মপ্রকাশ।

এখন আমার মনে হয়, আমি যদি জীবনে সেই ধাক্কাটা না পেতাম, আমার আমি হয়ে উঠা হতো না। হয়তো আর ১০টা স্বাভাবিক মেয়ের মত আমি ঘর-সংসার-পরিবার নিয়ে ব্যস্ত হয়ে থাকতাম সেই মানুষটির চাওয়া মতো। আমার পরিবর্তনটা যদিও পজিটিভ, তবে সেইসময় আমি যে প্রচণ্ড মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে গিয়েছি, তা বলার অপেক্ষা রাখে না।

Rion Rana
rionrana
235 Points

Popular Questions