প্রিন্সেস ডায়ানা বেঁচে থাকলে কি তিনিই রানি হতেন? নাকি তার স্বামী?

1 Answers   7.7 K

Answered 2 years ago

প্রিন্সেস ডায়না বিবাহ সূত্রে রাজ পরিবারের সদস্য ছিলেন। তিনি বেঁচে থাকলেও Charles III ই রাজা হতেন। মানে তিনি রাজ সিংহাসনের উত্তরাধিকারী হতেন না, রাজার স্ত্রী হিসেবে রানী হতেন ।

আর তাছাড়া রাজা ও রানীর বিচ্ছেদ হয়ে গিয়েছিল ১৯৯৬ সালে। আর এর জন্য প্রিন্সেস ডায়না বেঁচে থাকলেও রানী হতেন না, কারণ তিনি আর রাজ পরিবারের সদস্য ছিলেন না।

Rakib Afsar
rakibafsar09
379 Points

Popular Questions