প্রায়‌ই দেখা যায় ছেলেরা মেয়েদের পিছনে পিছনে ঘোরে, কিন্তু মেয়েরা কয়েকজন বাদে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের নিজে থেকে পাত্তা দেয় না। সমাজে নারী-পুরুষের আচরণে এমন পার্থক‍্যের কারণ কী?

1 Answers   7.8 K

Answered 1 year ago

প্রাকৃতিক বলেই তো মনে হয়।আর আপনি হয়তো সেইসব ছেলেদের বেশি দেখেন যারা ট্রেন্ড ফলো করে।আর ট্রেন্ড ফলো করে না এমন ছেলে দেখাতে পারবেন?হাজারে কতো পাবেন?একচুয়ালি চিন্তাও করতে পারবেন না যে উঠতি বয়সি ছেলে,অথচ মেয়েদের দিকে খারাপ বা ভালোভাবে তাকায় না।(চোখের তাকানো না,মনে কথা বলতেছি)।তাহলে কিভাবে এটা ধরে নিলেন যে এটাই একমাত্র সত্য?আর তাই নিয়ে প্রশ্নও ঘুরপাক খায় আপনার মনে।মানুষতো বানরের মতোই অনুকরন প্রিয় হয়ে গেছে।এখানে প্রশ্নতুললেও তেমন উপকার নাই।কারন বানর তার ধর্ম ও কর্ম ছাড়তে পারে না।

যাই হোক,আপনি কিছু সময়ের আচরণ দেখেছেন।পুরো জীবন দেখেননি।মেয়েরা অনেক অনেক পুরুষের প্রতিও আকৃষ্ট হয় সেটা বেশি বয়সে।মনে করেন ৩৫ এর পরে বা এর আশেপাশে।ছেলেরা কম বয়সে যেমন লান মারে মেয়েদের পেছনে মেয়েরা ৩৫ এর আশেপাশে এভাবে অনেক পুরুষের পেছনেই লাইন মারতে চায়।

সবার শেষে বলবো "মানুষের জীবনযাপন নিয়ন্ত্রিত হয় তার জ্ঞান দ্বারা।যে যেমন জানে তার জীবন পরিচালিত হয় ঠিক সেইভাএ।সমাজে আমরা ১০০০ জনে বর্তমানে ৯৮০ জনই ছোটকাল থেকে স্কুলে শিক্ষা নিয়ে বড়ো হই।তাহলে আপনি তো ভিন্ন কিছু দেখার সুযোগ নেই একরকম।শিক্ষাব্যবস্থা নিয়ে বললে তো বলা যায় "ইংরেজদের দেখানো নিয়ম অনুযায়ী চলে"।তাহলে কোথায় পাবেন বা দেখবেন ভিন্নতা।নারীর থেকে পুরুষ প্রাকৃতিকভাবেই এগ্রেসিভ।নিজেকে এগ্রেসিভনেস থেকে বের করে দেখুন,আপনার আশেপাশের নারীদের সুযোগ দেন আপনাকে ভালোবাসার,দেখবেন তারাও আপনাকে ফলো করবে।সুযোগ কোথায় দেয় আপনার এলাকার ভাই ব্রাদাররা যে তারা একটু নরম থাকুক,আর নারীরাই এসে তাদের ভালোবাসুক বা প্রস্তাব দিক?আছে সেই সমাজ?সেই চিন্তাভাবনা বা মূল্যবোধ?এগুলা জানা ও মানার ব্যাপার।সবাই যখন একই বই পড়ে ২০ বছর বয়স পর্যন্ত সেখানে ডাইভার্সিটি ব্যাপারটা কোথা থেকে আসবে?সবার মগজে তো সেই একই জিনিস।এখান থেকে খুব বেশি একটা নতুন কিছু আসবে না।মানুষের চিন্তা ভাবনাও পাল্টাবে না।আজীবনের দাস,দাসই থেকে যাবে।

Ripon Ahmed
Ripon Ahmed
593 Points

Popular Questions