Answered 2 years ago
প্রাচীন রোম নগরীতে রাস্তায় যাতায়াত করা ছিল এক ঝক্কির ব্যাপার। রোম ছিল দ্রুত বর্ধনশীল নগরী। তাই এ শহরের রাস্তাঘাট ছিল মাকড়সার জালের মতো সর্বত্র এলোমেলোভাবে ছড়ানো। অনেক রাস্তাই কাঁচা ছিল।
যানজট এড়াতে বাইরের লোকেদের গাড়ি রাখতে হতো শহরের প্রবেশদ্বারের কাছে। তারপর সেখান থেকে পায়ে হাঁটা ধরতে হতো তাদের। সিজারের হুকুম অনুসারে, রোমের রাস্তায় কেবল ভবনের ঠিকাদারদের গাড়ি চলার অনুমতি ছিল।
hafizkhan publisher