Answered 2 years ago
মনে করার সব স্মৃতিগুলো মুছে ফেলুন। কি দরকার নিজের মধ্যে দুশ্চিন্তা হতাশা কিংবা দুঃখ মনোভাব আনার।
যে থাকার সে এমনিতে থাকবে আর যে চলে যাওয়ার তাকে আপনি শত প্রচেষ্টা করেই নিজের করে রাখতে পারবেন না।
যে থাকার সে এমনিতে থাকবে আর যে চলে যাওয়ার তাকে আপনি শত প্রচেষ্টা করেই নিজের করে রাখতে পারবেন না।
যেহেতু আপনি আপনার প্রাক্তন কে খুব বেশি মনে করতেছেন তাই আপনি এই প্রশ্নটিই করেছেন। প্রাক্তন কে বেশি মনে পড়লে কি করা যায় তার একটি ভাল পরামর্শ দেই। আপনি নিজের মধ্যে একটা অহংকারী মনোভাব তৈরি করুন। সেটা হবে আপনার নিজের উন্নতির জন্য। আপনি মনে করবেন, আপনার সময় খুবই গুরুত্বপূর্ণ তাই এসব চিন্তা ভাবনা করে আপনার সময় নষ্ট করা বোকামি কাজ ছাড়া কিছু না। আপনি ওসব চিন্তা-ভাবনা করলে নিজের ক্ষতি ছাড়া কিছু হবে না।
farhanreza publisher