প্রাককেন্দ্রিক কোষ বলতে কী বোঝায়?

1 Answers   7.6 K

Answered 2 years ago

প্রাক-কেন্দ্রিক (ইংরেজি: Prokaryotic) হল এককোষী জীব, যাদের কোষে দ্বিস্তরী ঝিল্লি (প্রাচীর বা পর্দা বা সূক্ষ আবরণ) বা অন্য কোন প্রকার ঝিল্লি দ্বারা আবৃত কোনো অঙ্গানু থাকে না । এদের কোষে এন্ডোপ্লাজমিক জালিকা, প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া থাকে না, কিন্তুু রাইবোজোম থাকে। এদের হ্যাপ্লয়েড(Haploid) নিউক্লিয়াস থাকে।


Administrator
admin
0 Points

Popular Questions