Answered 2 years ago
ভারত সংখ্যার দিক থেকে দেখলে অনেক পিছনে, কারণ ভারত এর বিজ্ঞানী রা জিনিস গুল নিজেরা বানাতে ছান, সেটা ভারতীয় করন করতে ছান , সেটা সময় সাপেক্ষ । চায়না অদিকে যেকোনো আমেরিকান, উরপিও আবিষ্কার এর কপি যত তারাটারই সম্ভব বাজারে ছারতে ছাই। তাই চিন এর পেটেন্ট সংখ্যা আমেরিকার থেকেও বেশি।
কিত্নু চিন এর জিনিস গুনমান এ ভীষণ খারাপ হয়ই, তাই আবিষ্কার এর পুর ততঃ পরীক্ষা না করার ফলে চিন এর জিনিস যত দ্রুত বাজার এ আসে, তত দ্রুত বেরিয়ে জাই,
ভারত এর কিন্তু মাল পত্র এক একে করে বাজার দখল নিচ্ছে। তাই এক দিন চিন কে ভারত চুয়ে ফেলবে এটাই আসা করি ।
Rahul publisher