Answered 2 years ago
উপরোক্ত প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
সুশিক্ষিত ভারতীয়দের জন্য সৌদি আরব ভাল চাকরি করার উত্তম স্থান । প্রচুর ভারতীয় ইঞ্জিনিয়ার সৌদিতে ভাল চাকরি করছেন।
এখন আরবি ভাষা শেখানোর জন্য দিল্লীতে অনেক ক্লাস খোলা হয়েছে ।
তবে অবৈধ এজেন্টদের মাধ্যমে কোনও চাকরি নেওয়া বিপদজনক হতে পারে । সবসময়ই ভারত সরকারের দ্বারা অনুমোদিত এজেন্টদের মাধ্যমে চাকরির নেওয়া নিরাপদ ।
এই উত্তর ভারতীয়দের জন্য ।
nrrana publisher