প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নোবেলজয়ী ড. ইউনুসের দ্বন্দ্ব কিসের?

1 Answers   4.9 K

Answered 2 years ago

সর্বশেষ তত্ত্ববধায়ক সরকারের আমলে সেনা শাসন শুরু হয়েছিল। তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল মইন উ আহমেদ। তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দীন আহমেদ এবং সেনাপ্রধান উভয়ে মিলে ‘মাইনাস টু ফর্মুালা’ নামে একটি তত্ত্ব বাস্তবায়ন করতে চেয়েছিলেন যার অর্থ হল ‘বিএনপি ও আওয়ামিলীগ নেত্রীদ্বয়কে নির্বাসিত বা বন্দী রেখে নতুন একটি সরকার ঘটন করে রাষ্ট্র পরিচালনা করা। আওয়ামিলীগ সভানেত্রী মনে করে মাইনাস টু ফর্মুলার মূল মাস্টারমাইন্ড হল ড. ইউনুস। তিনি তার আন্তর্জাতিক লবি ব্যবহার করে ক্ষমতাই আসতে চেয়েছিলেন। এটিই হল তাদের দ্বন্দ্বের প্রধাণ কারণ।

Chayan
chayan524
290 Points

Popular Questions