Answered 1 year ago
প্রথম দুনিয়া তে মুভি বানিয়েছিলেন ফ্রান্সিসি ফ্রের (Francis Frary)। ১৮৯৫ সালে তিনি স্বজনপোষকের চারপাশে নামক একটি ছোট সিনেমাটিক কর্তৃক পরিচালিত মুভি বানান । এটি ছিল প্রথম সিনেমাটিক মুভি।
অন্যান্য প্রাচীন মুভি নির্মাতাদের মধ্যে, লুমিএর ব্রাদার (Lumière brothers) ছিলেন প্রথম কমার্শিয়াল সুসিস (commercial success) অর্জনকারী মুভির নির্মাতা । তাঁরা ১৮৯৬ সালে মুভিটি নিয়ে প্রথম প্যারিসের গ্রান্ড কাফে (Grand Cafe) বাড়ি করেছিলেন ।
তাই প্রথমবার জনপ্রিয় মাধ্যম হিসাবে মুভির উদ্ভব ফ্রান্সে হয়েছে বলে মনে করা হয়।
Rumi publisher