Answered 2 years ago
এই প্রশ্নের উত্তর প্রথম আলো ছাড়া কেউ বলতে পারবেনা। আর আমার মনে হয় প্রথম আলো এ প্রশ্নের উত্তরও দিবেনা। তাদের আয়ের অনেক উৎস আছে। তারা অ্যডেসেন্সের পাশাপাশি লোকাল এডও ব্যবহার করে। অর্থাৎ এডসেন্স তাদের আয়ের একমাত্র মাধ্যম নয়। তায় বলা যায়, এটার সঠিক উত্তর কেউ বলতে পারবেনা/ দিবেনা।
তায়, প্রথম আলো এডসেন্স থেকে এত টাকা আয় করতে পারলে আমিও এডসেন্স থেকে এত টাকা আয় করতে পারবো! এ রকম প্রশ্ন মাথায় না আনা ভালো। কেউ চাইলে প্রথম আলো থেকেও বেশি এডসেন্সে আয় করতে পারে। যদি তার এড এ ভালো ক্লিক পড়ে। নিচের
নিচের ছবিটি দেখুন.. শুধু সবুজ বর্ডারের এডটাতে ক্লিক করলে এডসেন্স এ টাকা পাবে। লাল বর্ডারের এডগুলো কিছু লোকাল ও এডসেন্সের বহিরের এড কোম্পানি।
shuvokhan06 publisher