প্রতিশোধের কোন উপায় আপনাকে অবাক করেছে?

1 Answers   8.9 K

Answered 2 years ago

অনেক অনেক ধন্যবাদ। ইসলাম ধর্মে এমন অনেক ঘটনার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা যায় -যা মানুষকে নৈতিক মূল্যবোধের শিক্ষা দেয়। শত্রুকে হাতের মুঠোয় পেয়েও ক্ষমা করে দেয়। যাও তোমাকে হত্যা করা হবে না।প্রতিশোধের এই ঘটনাটি আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে।

ইসলাম ধর্ম তরবারি দিয়ে প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে উদারতা , বিশ্বাস এবং শ্রদ্ধাবোধ দেখিয়ে।প্রতিষ্ঠিত হয়েছে নিজের রক্ত জড়িয়ে, অপরের রক্ত জড়িয়ে নয়। একটি যুদ্ধের অংশবিশেষঃযুদ্ধ চলছে ইসলাম ধর্মের চরম শত্রুদের সাথে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শত্রুকে ধরাশায়ী করে তার বুকের উপর চেপে বসলেন। কাফের ব্যক্তিটি ভাবলেন এখনি আমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। তলোয়ার উঁচিয়ে এখনই তাকে শিরচ্ছেদ করা হবে। কাফের ব্যক্তিটি তার মুখে থুথু ছিটিয়ে দিলেন। ওই ব্যক্তি তার বুক থেকে নেমে দাঁড়িয়ে গেলেন এবং বললেন যাও তোমাকে হত্যা করা হবে না। কাফের ব্যক্তিটি ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ এমন পরিবর্তন দেখে তার মনে প্রশ্ন জাগলো, আমাকে কেন হত্যা করলেন না? তিনি উত্তর দিলেন, এখন তোমাকে হত্যা করলে শুধুমাত্র থুথু দেওয়ার জন্য হত্যা করা হবে। ইসলাম ধর্মের শত্রুকে হত্যা করা হবে না। তাই আমার মুখে থুথু দেওয়ার জন্য তুমি বেঁচে গেছো। তা না হলে এতক্ষনে তোমার দেহ থেকে মস্তকবিহীন দেহটি আলাদা করে ফেলতাম। তোমাকে ক্ষমা করে দিলাম। কাফের ব্যক্তিটি তার কথা শুনে অবাক হয়ে গেলেন। এটা ইসলাম ধর্ম এমনই শান্তির ধর্ম, শত্রুকে তরবারির নিচ থেকেও জীবন বাঁচিয়ে দেয়। কাফের ব্যক্তিটি সাথে সাথে কলমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং প্রতিজ্ঞা করলেন জীবনে কখনো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করবে না। ক্ষমা করার এক অনন্য দৃষ্টান্ত ইসলাম। তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ক্ষমা, ভাতৃত্ববোধ এবং উদারতার মাধ্যমে সত্যকে প্রচার-প্রসার করে ।


Nayeem Khan
Nayeem Khan
558 Points

Popular Questions