Answered 2 years ago
বর্তমানে ফলে অনেক ভেজাল থাকে,বিজ্ঞাপনে মাধ্যমে প্রমান করুন যে সব ফলই ভালো এবং সততার সাথে ভালো মানের ফলগুলোই বিক্রির চেষ্টা করুন। খারাপ ফলগুলো আলাদা করে একটু কম দামে বেচুন। ফলে পচা অংশ থাকলে তা ছুড়ি দিয়ে কেটে, ভাল অংশটা রেখে কম দামে বেচুন। অবস্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দোকানের পরিবেশ।বেচাকেনাটা আল্লাহর উপরই ছেড়ে দেন। আশা করি ভালই হবে।।
hriyan publisher