প্রতিযোগিতার মধ্যে কিভাবে আমি ফলের ব্যবসা করতে পারি? ধরুন যেমন এক স্থানে তিনটা দোকান রয়েছে। এইক্ষেত্রে আমি কিভাবে ব্যবসা শুরু করতে পারি এবং কিভাবে ব্যবসা টিকিয়ে রাখব?

1 Answers   11.2 K

Answered 2 years ago

বর্তমানে ফলে অনেক ভেজাল থাকে,বিজ্ঞাপনে মাধ্যমে প্রমান করুন যে সব ফলই ভালো এবং সততার সাথে ভালো মানের ফলগুলোই বিক্রির চেষ্টা করুন। খারাপ ফলগুলো আলাদা করে একটু কম দামে বেচুন। ফলে পচা অংশ থাকলে তা ছুড়ি দিয়ে কেটে, ভাল অংশটা রেখে কম দামে বেচুন। অবস্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দোকানের পরিবেশ।বেচাকেনাটা আল্লাহর উপরই ছেড়ে দেন। আশা করি ভালই হবে।।


hriyan
hriyan
253 Points

Popular Questions