Answered 2 years ago
১ . ভাইয়া আপনি যদি এর আগে কোন ল্যাঙ্গুয়েজ শিখে থাকেন তাহলে সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে পাইথনের বেসিকে একদম মাস্টার হতে। আর ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনাকে পাইথনের কোন একটা ফ্রেমওয়ার্কে ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে। কোন ফ্রেমওয়ার্ক শিখবেন সেটা আপনার সিদ্ধান্ত। তবে সেক্ষেত্রে একমাসের বেশি লাগার কথা না যদি আপনি প্রতিদিন ৪ ঘন্টা করে সময় দেন।
২ . আর এর আগে কোন ল্যাঙ্গুয়েজ না শিখে থাকলে সেক্ষেত্রে ফ্রেমওয়ার্ক ও বেসিক মিলিয়ে ২ মাসের বেশি লাগবেনা। বাকিটা আপনার হাতে। ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য বেস্ট ফ্রেমওয়ার্ক হল Django.
তবে হ্যাঁ এটা সত্য যে শেখার পথে অনেক সমস্যার সামনে কিন্তু হার মানা যাবে না।
আশা করি উত্তরটি পেয়েছেন।
niloyrana publisher