প্রতিদিন ২ ঘন্টা করে সময় দিলে ওয়েব ডেভেলপার হতে কত বছর সময় লাগবে?

1 Answers   7.4 K

Answered 1 year ago

আমার নিজের অভিজ্ঞতা থেকে প্রশ্নের উত্তরটা দিচ্ছি। বাংলাদেশে বর্তমানে কিছু ভালো নামকরা ইনিস্টিউট আছে। যাদের কাছে কোর্স করলে ৬ মাসে একজন জুনিয়র ওয়েব ডেভলপার হতে পারবেন৷ এখন তাদের আউটলাইন টা বলি.... প্রতিদিন ক্লাস, প্রাক্টিস, প্রতিসপ্তাহে এসাইনমেন্ট এভাবে চলতে থাকে৷ একজন স্টুডেন্টকে প্রতিদিন গড়ে ৮ ঘন্টা সময় দিতে হয়৷ প্রতিদিন ৮ ঘন্টা সময় দিয়ে ৬ মাসে ওয়েব ডেভলপার হওয়া যায়৷ তাহলে আপনি প্রতিদিন ২ ঘন্টা সময় দিলে কত সময় লাগবে? ২ বছর। না আপনি দুই বছরেও হতে পারবেন না৷ কেনো পারবেন না বুঝিয়ে বলছি? নতুনরা নিজে নিজে শিখতে গেলে যে সমস্যায় পড়ে গাইডলাইন যখনই নতুন কিছু শিখতে যাবেন তখন গুরুত্বপূর্ণ একটা বিষয় সামনে চলে আসে সেটা হলো গাইড লাইন। সঠিক গাইডলাইনের অভাবে আপনার দীর্ঘ সময় নষ্ট হয়ে যেতে পারে। শেখার আগ্রহ হারিয়ে ফেলা৷ এই সমস্যা সব থেকে বেশি ফেস করে নতুন লারনাররা।প্রতিদিন আপনি যখনই নতুন কিছু শিখতে গিয়ে কঠিন মনে করবেন, কোথাও আটকে গিয়ে সলভ করতে পারবেন না৷ তখনই বলবেন, ধুর ভালো লাগে না বাদ দেই। বার বার মুভ করা ওয়েব ডেভলপারের অনেক গুলা ট্রাক আছে ধরে নিচ্ছি আপনি Mern Stack শিখতেছেন আপনার সব কিছু জাভাস্ক্রিপ্ট বেজ ৷ হঠাৎ দেখলেন গ্রামের এক ভাই ডট নেট ডেভলপিং করে মাসে লাখ লাখ টাকা কামাচ্ছে, আপনিও ওটা দেখে ডট নেট শেখা শুরু করলেন৷ কিছুদিন পরে দেখলেন একজন php ডেভলপার মাসে কোটি টাকা কামাচ্ছে, আপনিও শুরু করলেন php শেখা। শেষে কোনটাই হয় না ফ্লো ধরে রাখতে না পারা৷ ডেভলপার হতে হলে আপনাকে সিলেবাস অনুযায়ী রুটিন করে প্রতিদিন শিখতে হবে৷ যখনই নিজে নিজে শিখতে যাবেন৷ দেখবেন এইকাজ সেইকাজ সময় হচ্ছে না৷ এরকম করতে করতে পিছিয়ে যাবেন। ফ্লো হারিয়ে ফেলবেন। একটা সময় আর কন্টিনিউ করতে পারবেন না৷ এখানে বড় যে সমস্যা টা৷ যখনই শেখার মাঝে গ্যাপ দিবেন৷ দেখবেন আগে যা শিখছেন সব ভুলে গেছেন আবার নতুন করে শিখতে হবে৷ সময় অপচয় ধরে নিচ্ছি আপনি শেখার জন্য ইউটিউবের ক্লাস গুলো দেখবেন৷ ইউটিউব ডুকলেন ক্লাস দেখতে, সামনে এমন একটা ভিডিও আসলো ক্লিক না করে থাকতে পারলেন না৷ ক্লিক করলেন ভিডিও দেখা শুরু করলেন। এমন করতে করতে ৩০-৪০ মিনিট পর মনে পরলো আপনি ক্লাস দেখতে আসছিলেন৷ কিন্তু আপনার ৪০ মিনিট শেষ ক্লাস দেখা আর হয় নাই৷ তাহলে নিজে নিজে ডেভলপার হওয়া যায় না? যায়।খুবই কম মানুষ আছে এমন৷ যারা নিজে নিজে শিখে ডেভলপার হয়েছে, আমার মতে তারা সাধারণ লার্নার না৷ নোটঃ আমি কোনো ইনিস্টিউটের মার্কেটিং করছি না৷ প্রথমে নিজে নিজে শেখার চেষ্টা করছি, শিখছি। আবার ভুলে গেছি আবার শিখছি। ১-২ বছর এমন চলছে। পরে ইনিস্টিউটের ভর্তি হইছি৷ আমি নিজে নিজে শেখার সময় যে সমস্যা গুলা ফেস করছি সেটাই সেয়ার করলাম আমি একা একা শিখতে পারি নাই তাই বলে কেউ শিখতে পারবে না বিষয়টা এমন না৷ অনেকে আছেন নিজের চেষ্টায় শিখেছেন এবং বর্তমানে ভালো অবস্থা আছেন৷ হিসেব করলে এমন মানুষের সংখ্যা খুবই কম। এরা অসাধারণ।
Ayman Sadiq
aymansadiq
240 Points

Popular Questions