Answered 2 years ago
শুধু আপডেট আসা , না আসা দিয়ে উইন্ডোজের আসল নকল ধরতে পারবেন না । এন্ড লেভেল ইউজার পর্যায়ে উইন্ডোজ আনুপাতিক ও সংখ্যাগত সব দিক থেকেই সবচেয়ে বেশী ব্যাবহৃত অপারেটিং সিস্টেম । সুতরাং অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায় উইন্ডোজের উপরে সিকিউরিটি থ্রেটও বেশী । বাধ্য হয়ে মাইক্রোসফট প্রতিনিয়ত আপডেট , সিকিউরিটি প্যাচ রিলিজ করে - যা সাধারনত অন্যান্য যে কোন অপারেটিং সিস্টেমের তুলনায় অনেক বেশী ফ্রিকোয়েন্ট । মাইক্রোসফট এসব বেসিক আপডেট , সিকিউরিটি প্যাচ লাইসেন্সড ভার্শনে তো দেয়ই , পাইরেটেড ভার্শনের জন্যও তাদের সাপোর্ট যথেষ্ট'র চেয়েও বেশী ।
কিন্ত যদি আপনার আপডেট , সিকিউরিটি প্যাচ আসা বন্ধ হয়ে যায় তবে সম্ভাব্য দুটো ব্যাপার হতে পারে ।
আপনার অপারেটিং সিস্টেমের কোন ক্রিটিক্যাল কম্পোনেন্ট / সেটিংস করাপ্ট বা মিসপ্লেসড হয়ে গেছে ।
আপনার অপারেটিং সিস্টেম স্পেসিফিক এডিশন / বাইল্ড ভার্শন এর জন্য অফিশিয়াল সাপোর্ট বন্ধ হয়ে গেছে ।
ধন্যবাদ ।
sojibsahriar publisher