প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস জলের সাথে ২ চামচ মধু মিশিয়ে খেলে কী উপকার পাওয়া যাবে?

1 Answers   10.5 K

Answered 2 years ago

শুনেছি ও অনেক কে খেতেও দেখেছি।

তবে শুনেছি সকালে খালি পেটে ,ঈষদ উষ্ণ গরম জলের সাতে মধু ও পাতি লেবুর রস পান করলে শরীরের মেদ কমে।সারাদিন এনার্জি ভরপুর থাকে। পেট পরিষ্কার হয়।

পরিমাণ হবে

দুই চায়ের চামচ মধু।

এক কাপ ইসদ উষ্ণ গরম জল।

একের চার ভাগ পাতিলেবুর রস।

ধন্নবাদ।

Surovi Islam
Suroviislam
408 Points

Popular Questions