প্রতিদিন যদি ক্যাশ পরিষ্কার করা হয়, তবে কি ফোনের কোনো ক্ষতি হবে?

1 Answers   5.5 K

Answered 3 years ago

ক্ষতি হবেনা তবে প্রতিদিন ক্যাশ পরিস্কার করা উচিত না। যদি কখনও ফোন ল্যাগ বা হ্যাং করে কেবল তখনি করা উচিত বা যদি কখনও কোনো এপ্লিকেশন ঠিকমত রেস্পন্স না করে তখন করা উচিত।

এবার আসি কেনো করবেন না? আসলে কিছু ডেটা ক্যাশ করে রাখা হয় ফোনের পারফরমেন্স বাড়াতে এবং স্মুদ করতে। অনেক সময় ব্যাটারি খরচ কমানোর জন্যও ক্যাশ করে রাখা হয়। প্রতিটা অ্যাপসের বা ওএস এর কিছু কমন ফাইল থাকে যা নেট থেকে একবার ই লোড করতে হয়। সেগুলো ক্যাশ করে রাখা হয়। আবার অনেকসময় বার বার এক্সেস করা ফাইল ও ক্যাশ করে রাখা হয়। চাইলে মাসে একবার ক্যাশ ক্লিন করে নেয়া যায়। তাতে তেমন কোনো অসুবিধা নেই। তবে প্রতিদিন করলে সেই অ্যাপসগুলো পুনরায় ক্যাশ করার জন্য রিকোয়েস্ট পাঠাবে এতে নেট + প্রসেসিং পাওয়ার এবং সেই সাথে ব্যাটারিও খরচ হবে। টেকনিক্যালি বেশি গভীরে না গিয়ে সহজে উত্তর দেয়ার চেস্টা করলাম।

Tanzil hasan
tanzilhasan
201 Points

Popular Questions