Answered 2 years ago
বিয়ের আগে শারীরিক সম্পর্ক করার পর ছেলেটি যদি মেয়েটিকে বিয়ে না করতে চায়, তাহলে এইক্ষেত্রে মেয়েটির করণীয় কী? এটা আপনারই প্রশ্ন তো
এটা দেখে মনে হচ্ছে আপনারা ২ জন শারীরিক সম্পর্ক করেছেন এখন সে বিয়ে করতে চাচ্ছে না এইজন্য প্রতিশোধ নিতে চাচ্ছেন হুম বাহহহ আফা অসাধারণ.............
আগে আপনি এটা বলেন? যে আপনি যদি অনুমতি না দেন তাহলে আপনার বয়ফ্রেন্ড সাহস পাই কিভাবে আপনাকে স্পর্শ করার? সে আপনাকে যতই ভালোবাসা, টাকা পয়সা, কেয়ার করুক না কেনো আপনার স্বামী তো না তাই না দেনমোহর তো দেয়নি তাহলে সে সাহস পাই কিভাবে আপনাকে স্পর্শ করার হুম তার মানে অবশ্যই আপনার দোষ আছে, আপনার সমস্যা আছে, আজকাল মেয়েদের মধ্যে শারীরিক পবিত্রা নাই যদি থেকেই থাকতো তাহলে, প্রতি নিয়ত টিভি নিউজে প্রেম ঘটিত ধর্ষন, খুন,গুম, আর কত কি হচ্ছে এসব দেখার পরেও মেয়েরা সর্তক না। যেমন বৃদ্ধি ঘটবে তেমন অকালে ঝরে পড়তে হবে সোজা হিসাব।
আপনার বয়ফ্রেন্ড যখন আপনার শরীর চেয়েছিলো কিস হাগ করতে চাই হাত ধরার বাহানা করে স্পর্শকাতর স্থানে হাত দিতে যায় তখন তার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলেন নি কেনো যে এই টাকা টা নিয়ে বেশ্যা পাড়ায় গিয়ে নিজের চাহিদা পূরণ করো, আমি বেশ্যা নই। ভালোবাসা সেটাই, যেখানে সবার আগে মনকে প্রাধান্য দেয়া হয়, শরীরকে নয়। যে আপনার মন পাবে, সে আপনার শরীরও পাবে একদিন। তবে সেটা যেন বৈধ ভাবে হয়। তাই যে আপনাকে বৈধ ভাবে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবেনা, সেই মূহুর্তেই তার হাত ছেড়ে দেন নি কেনো? । একটা কথা মনে রাখবেন, পেট ভরে গেলে কেউ যেমন খাবার খেতে চায় না, তেমনি তার চাহিদা পূরণ হয়ে গেলে সেও আপনাকে তার জীবনে রাখবে না। আর রাখেও নি।
আর কি করতে বলবো,ডিরেক্ট প্রতিশোধ নিতে হবেনা অপেক্ষা করুন, আল্লাহর বিচার আছে, নারীর প্রতি অবিচার সহজে ছেড়ে দিবে না, এই পর্যন্ত কেউ পার পাইনি আর পাবেও না প্রকৃতির প্রতিশোধ বলতে একটা কথা আছে ( revenges of nature)
সে তার কৃত কর্মের ফল ঠিকই পাবে দুই দিন আগে আর পরে।
Alamin publisher