Answered 2 years ago
প্রজেকশন (Projection) অর্থ কোন কিছু সম্মুখপানে নিক্ষেপ করা বুঝায়। প্রজেকশন শব্দটি গ্রীক শব্দ Projncere থেকে এসেছে। প্রজেকশন' বলতে সামনের দিকে কোন কিছু নিক্ষেপ করা বা টেনে অংকন করা বুঝায়। অর্থাৎ কিছু সংখ্যক সুসামঞ্জস্য অর্থবহ রেখায় বস্তুর প্রকৌশল অংকন ফুটিয়ে তোলার টেকনিককে প্রজেকশন বলে।
rahdulislam publisher