প্যারা—মানে কী? আজকাল তরুণদের মাঝে ব্যাপকভাবে ব্যবহৃত অপ্রচলিত শব্দ যেমন প্যারা, ফাঁপর এগুলো দ্বারা আসলে কী বোঝায়? এরকম আরও কিছু শব্দ অর্থসহ বলবেন কি?
0
0
1 Answers
12.6 K
0
Answered
1 year ago
প্যারা মানে ভেজাল, ঝামেলা, ভোগান্তি, ইত্যাদি।
কেউ যখন বলে যে প্যারায় আছি, তখন বুঝতে হবে সে ঝামেলায় আছে, ভেজালের মধ্যে আছে, চাপের মধ্যে আছে।
আবার, কেউ যখন বলে যে, প্যারা দিস না, তখন বুঝতে হবে সে খুব বিরক্ত। তাই, অন্যকে বলতে চাইছে আর জ্বালাইস না তো! কিংবা, ঝামেলা করিস না তো!
প্যারা শব্দটি আরো নানা অর্থেই ব্যবহৃত হয়। তবে, উপরোক্ত অর্থগুলোই মেইন।
ফাঁপর শব্দটির অর্থ সংকট, বেকায়দা, হতবুদ্ধি হওয়া, ইত্যাদি।
কেউ যখন বলে যে, ফাঁপরে আছি, তখন বুঝতে হবে সে আসলে বেকায়দায় আছে, ঝামেলায় আছে, হতবুদ্ধিকর অবস্থায় পড়েছে।
আবার, কেউ যখন বলে যে, ব্যাটা ফাঁপরে পড়েছে, তখন বুঝতে হবে লোকটি আসলে বিপদে পড়েছে, ঝামেলায় পড়েছে।
renukarenu publisher