পোর্টফোলিও সাইট কী? পোর্টফোলিও সাইট কেন জরুরি?

1 Answers   7.5 K

Answered 2 years ago

ধরুন, আপনি কোনও দোকানে গেলেন একটি শাড়ি কেনার জন্য। গিয়ে দেখলেন সেখানে কোনও শাড়ি নেই। শুধু পুরুষদের পোশাক। কিন্তু বিক্রেতারা আপনাকে বলছে তারা খুব চমৎকার এবং আরামদায়ক শাড়ি বিক্রি করে আসছে অনেকদিন ধরে। আকস্মিকভাবে বললো তাদের কিছু টাকা দিয়ে আসতে এবং দুইদিন পরে যেয়ে শাড়ি নিয়ে আসতে। আপনি তখন কি মনে করবেন তাকে? তার কথা বিশ্বাস করবেন?

উত্তর হচ্ছে, অবশ্যই না। নিশ্চয়ই তাকে পাগল মনে করবেন। কারণ স্যাম্পল না দেখে অবশ্যই আপনি বোকার মত টাকা দেবেন না। তাদের বিশ্বাস করবেন না।

অনলাইন পোর্টফলিও ব্যাপারটাও তেমনি। আপনি যতই কাজ করেন, সেসবের কোনও ডকুমেন্টেশন বা ভিজ্যুয়াল রেপ্রিজেন্টেশন না থাকলে কেউ আপনার কথা বিশ্বাস করবেনা।

অর্থাৎ পোর্টফোলিও হলো আমাদের প্রফেশনাল জ্ঞাণ, অর্জন, দক্ষতা উপস্থাপন করার একটি মাধ্যম। একটি পোর্টফোলিও সাইটের মাধ্যমে কোনও ব্যাক্তির কর্মজীবনের ধারণা পাওয়া যায়। সহজ কথায় আপনার স্কিলের শোরুম হচ্ছে পোর্টফোলিও সাইট।

পোর্টফোলিও সাইট কেন জরুরি?

আমরা যখন কোনও জব ইন্টারভিউ দেই তখন আমাদের নিয়ে যাওয়া কভার লেটার বা রেজ্যুম পড়ে আমাদের কর্ম দক্ষতা বা অভিজ্ঞতার ব্যাপারে শুধু সংক্ষিপ্ত ধারণা পাওা যায়। কিন্তু পোর্টফোলিও সাইটে আমরা কোন ধরণের কাজ করেছি, কিভাবে করেছি তার উল্লেখ থাকে। পোর্টফোলিও সাইটেত সাধারণত আমাদের উল্লেখযোগ্য কাজগুলির সংগ্রহ থাকে। যেখান থেকে আমাদের কাজের ব্যাপারে স্বচ্ছ ধারণা পাওয়া যায়।

পোর্টফোলিও সাইটে কিভাবে বানাবেন?

যে জিনিস ছাড়া পোর্টফোলিও সাইটের কথা ভাবা যায় না সেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং।

এখন কথা হচ্ছে কিভাবে বানাবেন! যতরকমভাবে ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, সেই সব প্রক্রিয়া ব্যাবহার করেই বানাতে পারবেন। কিন্তু আমার হিসেবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওয়ার্ডপ্রেস।

পোর্টফোলিও সাইটে কি কি রাখা উচিৎ?

লোগো: একটি সুন্দর লোগো ব্যাবহার করতে পারেন। একটি ছোট্ট সুন্দর লোগো অবশ্যই ভিজিটরের দৃষ্টি আকর্ষণ করবে।

আপনার পরিচিতি: খুব সংক্ষিপ্ত করে আপনার ব্যাপারে লিখতে পারেন। সাথে একটি প্রফেশনাল ছবি ব্যাবহার করা উচিৎ।

ট্যাগ লাইন: আপনার স্কিলকে উপস্থাপন করে এমন ছোট্ট কিন্তু আকর্ষণীয় ট্যাগ লাইন ব্যাবহার করতে পারেন।

সার্ভিস: কোন কোন কাজে আপনি দক্ষ, অভিজ্ঞতা আছে সেগুলো অল্প সংক্ষেপে গুচিয়ে লিখতে পারেন।

পোর্টফোলিও: সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে আপনার সকল কাজের স্যাম্পল রাখবেন। সকল কাজ বলতে আপনি যত কাজ করেছেন বা কোনও কিছু প্র্যাকটিস করেছেন, এমন কাজগুলো না। সেগুলো থেকে বাছাই করে ভালো ভালো কাজগুলো রাখবেন।

ব্লগ: এই অংশটিও গুরুত্বপূর্ন। আপনি যে বিষয়ে কাজ করেন সে বিষয়ে লেখালেখি করতে পারেন। এবং আপনার পোর্টফোলিও ওয়রেবসাইটে সেই ব্লগটি উপস্থাপন করতে পারেন।

হায়ার মি: যদি আপওয়ার্ক, ফাইভারের মত অনলাইন প্লাটফর্মে কাজ করে থাকেন, তাহলে এই অপশনটি রাখতে পারেন যেখানে সে প্রোফাইল লিঙ্গকগুলো দেয়া থাকবে।

কন্টাক্ট: আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে সেই তথ্যগুলো এখানে থাকবে। যেমন- আপনার মেইল আইডি, ফোন নাম্বার।

প্রফেশন অনুযায়ী পোর্টফোলিও সাইট ভিন্ন রকম হয়ে থাকে। ভালো কাজ পেতে এবং নিজস্ব ব্র্যান্ডিং এর জন্যে একটি পোর্টফোলিও সাইট খুবই সহায়ক।

Tarik Ahmed
tariktarik.2022
223 Points

Popular Questions