পেন্সিল, মোবাইল বা কম্পিউটার এসবের স্রষ্টা বা মেকার আছে তাহলে এত বড় মহাবিশ্বেরও কি একজন স্রষ্টা বা মেকার থাকতে পারে?

1 Answers   4.1 K

Answered 2 years ago

এই মহাবিশ্বের স্রষ্টা দাবি করা লোকের সংখ্যা প্রচুর। কোন জন প্রকৃত স্রষ্টা? তিনিই যে প্রকৃত স্রষ্টা তা জানার উপায় কি? তিনি যদি থেকে থাকেন তাকে অনুরোধ করবো প্লিজ দুনিয়া থেকে সকল প্রকার অশান্তি, অসুখ, রোগ, শোক, অতি ঠান্ডা, অতিগরম, অভাব, শিশুমৃত্যু, অপমৃত্যু, খুন, ধর্ষন, রাহাজানি বন্ধ করে দিন। আর যদি না পারেন তাহলে প্লিজ নিজেকে স্রষ্টা দাবি করতে আসবেন না। আসলেও আমার কাছে পাত্তা পাবেন না। আপনাকে ছাড়াই আমি ভালো আছি।


Rasel Ahmed
raselahmed
480 Points

Popular Questions