কৌণিক ত্বরণের জন্য। কোনো গোলাকার বস্তু যখন ঘোরে তখন এই ধরনের ত্বরন হয়। আবার কোনো বস্তুকে যখন বৃত্তাকার পথে ঘোরানো হয় তখন সেই বস্তুতেই এএকইভাবে কৌনিক ত্বরন সৃষ্টি হয়। যেমন- কোনো বস্তুকে সুতোয় বেধে গোলাকার পথে চারদিকে ঘোরাতে থাকলে দেখবেন তা আপনা আপনি গোলাকার পথেই ঘুরতে থাকে। ঠিক একি কাজ হয় পৃথিবীর ক্ষেত্রেও। পৃথিবী যেহেতু গোলাকার ও সূর্যের চারদিকে এর কক্ষপথও গোলাকার তাই পৃথিবী যখন ঘোরে তখন এর গতির কারণে এতে যে ত্বরণ সৃষ্টি হয় তা কৌনিক ত্বরণ। আবার সূর্যএর দিকে এর কেন্দ্রমুখীবল ও বাইরের দিকে এর বহিঃমুখী বল সমান সমান। তাই এটি সামনের দিকে সৃষ্ট ত্বরনের জন্য এগিয়ে যেতে চাইলেও কেন্দ্রমুখী আকর্ষণের জন্য কেন্দ্রের দিকে গতিপথ বেকে যায়। এভাবেই প্রতি মূহুর্তে সৃষ্ট কৌনিক ত্বরনের জন্য পৃথিবী বার বার বৃত্তাকার পথে ঘুরতে থাক।
Neha Khatun publisher