পৃথিবীর সমস্ত মানুষ যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করে, তাহলে মহাবিশ্ব নিয়ে ভাবার মতো কি আর কোনো বুদ্ধিমান সত্তা থাকবে না?

1 Answers   11.4 K

Answered 2 years ago

আপনার এই সাধারন প্রশ্নটিকে অসাধারন বানিয়ে দিব, ইনশা-আল্লাহ। অনেক সময় ব্যাপারটা ভালোভাবে বোঝাতে, একেবারে প্র্যাক্টিকাল করাই। আপনিও আজকে প্র্যাক্টিকাল করবেন।

যে কোন একটি পুরাতন, অপ্রয়োজনীয় ভিজিটিং কার্ড নিন। আশেপাশে থেকে কোন একটি ধুলিকনা, সেই কার্ডের উপরে আঠা দিয়ে এটে দিন। এরপর কার্ডটিকে যত্ন করে টেবিলের উপরে রাখুন। তিন মিনিট অপেক্ষা করুন। ধুলিকনা যেন ওই কার্ডের উপরে একইভাবে লেগে থাকে। তিন মিনিট শেষ হবার পরে, ধূলিকণা সহ কার্ডটি ডাস্টবিনে ফেলে দিন।

এবার দেখুন সময় ও বস্তু

আপনার বয়সের তুলনায় তিন মিনিট সময়টা কত অল্প ? একেবারে কিছুই না। ঠিক তেমনি পৃথিবীর বয়সের তুলনায়, দুনিয়াতে মানব জাতির অস্তিত্ব একেবারে কিছুই না। ওই তিন মিনিটেরও কম।

আপনি যে তিন মিনিট পরে ওই ধুলিকনা ফেলে দিলেন। এতে পৃথিবীর কি ক্ষতি হলো? পৃথিবীতে এত বেশী ধুলিকনা আছে যে, ওই একটি ধুলিকনা ফেলে দিলেন না কি করলেন, তাতে পৃথিবীর কিছুই হয় না। টেরও পায় না। পৃথিবীতে যত ধুলিকনা আছে, তার চেয়ে কোটি কোটি গুন বেশী গ্রহ আছে এই মহাবিশ্বে। মহাবিশ্ব থেকে পৃথিবী হারিয়ে যাওয়াটা, দুনিয়া থেকে একটি ধুলিকনা হারিয়ে যাওয়ার চেয়েও তুচ্ছ ঘটনা।

শুধু মানবজাতি নয়, পুরো পৃথিবী যদি এই মুহূর্তে ধংশ হয়ে যায়, সেটা এত তুচ্ছ ঘটনা যে, মহাবিশ্ব টেরই পাবে না।


Khalid Rimon
khalidrimon
385 Points

Popular Questions